বিশ্ববাজারে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চে তামার দাম

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে তামার দাম গত দুই মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর পর শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে ধাতব পণ্যটির চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে শুক্রবার তামার দাম বেড়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ, রয়টার্স।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে শুক্রবার তামার দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৫৩০ ডলারে। শুক্রবারের অফিশিয়াল ট্রেডিংয়ে যা ৯ হাজার ৫৯৯ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল। এটি গত ১৮ জুলাইয়ের পর সর্বোচ্চ দামের রেকর্ড।

তবে সপ্তাহের শেষ দিনে মুনাফার আশায় ব্যবসায়ীরা তাদের মজুদকৃত তামা বিক্রি করে দিয়েছেন। তাছাড়া ডলারের বিনিময় হার বাড়ায় অন্যান্য অন্যান্য মুদ্রায় লেনদেনকারী ব্যবসায়ীদের জন্য ধাতব পণ্যটির দাম বেড়ে যায়। 

মুদ্রানীতির সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত বুধবার ৫০ শতাংশীয় পয়েন্ট সুদহার কমিয়েছে। এতে বিশ্বব্যাপী বিভিন্ন ধাতব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ধাতব পণ্যের বাজার বিশ্লেষক নিতেশ শাহ বলেন, ‘সুদহারের পার্থক্যের কারণে চীনা কেন্দ্রীয় ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক ভিত্তিতে সহায়তা করা থেকে বিরত ছিল। তবে যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর মাধ্যমে সেই বাধা দূর হয়ে গেছে। ফলে তারা সহায়তা শুরু করতে পারে।’

চীনা কেন্দ্রীয় ব্যাংক দেশটির সুদহার অপরিবর্তিত রেখেছে। কিন্তু বিশ্লেষকরা বলেছেন, বৃহৎ পরিকল্পনার আওতায় সুদহার কমানোর সিদ্ধান্ত আসতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫