পার্বত্য চট্টগ্রামের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির উদ্বেগ

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (২১ সেপ্টেম্বর) কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। আমরা মনে করি, যেকোনোভাবে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করে বাংলাদেশের জনগণকে, এক জাতিকে অন্য জাতির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের এক গভীর চক্রান্তের শিকারে পরিণত করার পাঁয়তারা চলমান। সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রত্যেক নাগরিককে তার জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় সার্বভৌমত্বের অখণ্ডতা যেন হুমকির মুখে না পড়ে, সংশ্লিষ্ট সব পক্ষকে তা বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫