হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনে পদক্ষেপ নেয়া হচ্ছে— উপদেষ্টা নাহিদ

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এরই মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আহতদের কাছে দ্রুত আর্থিক সহায়তা তুলে দিচ্ছি। দীর্ঘ মেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। সর্বোপরি জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজীর উত্তর আনন্দপুরের ছাত্র আন্দোলনে নিহত ইশতিয়াক আহমেদের কবর জিয়ারতে যান উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় তিনি ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারের সঙ্গে কথা বলেন।

ফুলগাজীর উত্তর আনন্দপুরে ইশতিয়াক হোসেন শ্রাবণের কবর জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, শ্রাবণের পিতা নেসার আহমেদ।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫