চেন্নাই টেস্ট

ভারতের লিড ছুটছে পাঁচশর দিকে

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

চেন্নাই টেস্টে শুক্রবার ১৭ উইকেট পতনের ভুতুরে দিন ভারতের লিড তিনশ ছাড়িয়ে যায়। দিনশেষে স্বাগতিকদের স্কোর ছিল ৮১/৩। আজ ঠিক সেখান থেকেই শুরু করলেন শুভমন গিল ও ঋষভ পন্ত। তাদের ১৩৮ রানের পার্টনারশিপে ভর করে ৫১ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তুলে নিয়ে লাঞ্চের বিরতিতে যায় স্বাগতিকরা। দুই ইনিংস মিলে তাদের লিড এখন ৭ উইকেট হাতে নিয়ে ৪৩২ রানের। লিডটা ছুটছে পাঁচশর দিকে।

 

ডানহাতি ব্যাটার গিল ১৩৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৬ রান ও বামহাতি পন্ত ১০৮ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮২ রানে অপরাজিত রয়েছেন। পন্ত ষষ্ঠ ও গিল পঞ্চম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে। গতকাল ১৪ রানের জুটি গড়া এ দুজন আজ ২৮ ওভার ব্যাটিং করে আরো ১২৪ রান তুলেছেন বোর্ডে। এই সময় কোনো সুযোগই দেননি বাংলাদেশকে।     

 

এর আগে গতকাল বাংলাদেশকে ১৪৯ রানে অলআউট করে দেয় ভারত। তারা ২২৭ রানের লিড পেয়েও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবারো ব্যাটিংয়ে নামে। এর আগে ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান সংগ্রহ করে। সেঞ্চুরি করেন রবিচন্দ্র অশ্বিন। রবীন্দ্র জাদেজাকে (৮৬) নিয়ে সপ্তম উইকেটে ১৯৯ রান যোগ করেন তিনি। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন পেসার হাসান মাহমুদ।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫