রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেফতার

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মো. সিরাজ তালুকদার, মো. জাহাঙ্গীর ও শামীম হাসান। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, বাদীর ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে প্রথমে ১৬ লাখ ও পরে আরো ১০ লাখ টাকা নেয় গ্রেফতার ব্যক্তিরা।। পরবর্তী সময়ে সেই টাকা চাইতে গেলে ৯২ লাখ টাকা চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকার করলে বাড়ি লিখে দিতে বলে।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজন বাদীর স্বামীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নেয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাত রাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলে যোগ করেন ওসি মোবারক হোসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫