ভারতের ৩ উইকেট তুলে নিয়েও বাংলাদেশের অনিশ্চিত যাত্রা

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৯ রানে! ২২৭ রানের লিড পেয়েও অতিথি দলকে ফলো-অন করায়নি স্বাগতিকরা। এরপর বোলাররা আরেকবার দুর্দান্ত সাফল্য দেখিয়ে ৬৭ রানে ফেরালেন ভারতের তিন ব্যাটারকে। তবু অনিশ্চিত যাত্রা বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষেই ৭ উইকেট হাতে নিয়ে ভারতের লিড এখন ৩০৮ রানের। নিশ্চিতভাবেই বাংলাদেশ পড়তে যাচ্ছে পাহাড়সম টার্গেটের সামনে।

 

রোহিত শর্মা, জশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলির বিদায়ের পর দলকে টানেন শুভমন গিল (৩৩*) ও ঋষভ পন্ত (১২*)।

 

ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দিনের খেলা শেষে জানালেন, তারা আরো ১২০ থেকে ১৫০ রান তুলে নিতে চান। তার কথায়, ‘আজ আউট হয়েছি, এটা খেলারই অংশ। এখন আমরা এই উইকেট থেকে আরো ১২০ থেকে ১৫০ রান তুলে নিয়ে তাদের যতটা দ্রুত সম্ভব আউট করে দিতে চাই।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫