চার জেলার ৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৪

বণিক বার্তা অনলাইন

দেশের চার জেলা কারাগারের চার কারা তত্ত্বাবধায়ককে (জেল সুপার) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে যাওয়া চার তত্ত্বাবধায়ক হলেন- মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।

আদেশে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুসারে 'জনস্বার্থে' তাদের অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা প্রত্যেকে অবসরকালীন সুবিধা পাবেন।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫