রংপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকালে মেট্রোপলিটন চিফ আদালতের বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আরো তিনটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এর আগে সকালে তুষার কান্তি মণ্ডলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুন্নবী আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল্লাহ আল তাহির রংপুর মহানগরীর জুম্মাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গত ১৯ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাহির।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫