সাড়ে ২০ লাখ টাকা ব্যয়ে সংস্কার

দুই মাস পর মেট্রোর কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে আজ

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনটি দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ ফের চালু হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে সাড়ে ২০ লাখ টাকা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আজ থেকে সপ্তাহে সাতদিন মেট্রো ট্রেন চলাচল করবে বলেও জানিয়েছেন তিনি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ‘কাজীপাড়া স্টেশনে কিছু কারিগরি বিষয় যেমন—মনিটর, ক্যামেরা, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। স্টেশন ভবনের কাচসহ বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সব উপকরণ আমরা স্থানীয়ভাবে সংগ্রহ করে মেরামতকাজ সম্পন্ন করেছি। সব মিলিয়ে স্টেশনটি চালুর উপযোগী করতে এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে, যা ধীরে ধীরে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।’

তিনি বলেন, ‘কাজীপাড়া স্টেশনে চারটি ভেন্ডিং মেশিন, ছয়টি টিকিট কাটার কাউন্টার ও ছয়টি স্বয়ংক্রিয় গেট ক্ষতিগ্রস্ত হয়। এগুলো মিরপুর স্টেশন ও ডিএমটিসিএল ল্যাব এবং প্রদর্শনী কেন্দ্র থেকে এনে প্রতিস্থাপন করা হয়েছে। এজন্য আমাদের বাড়তি কোনো অর্থ খরচ হয়নি।’

মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন চালুর বিষয়ে মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘স্টেশনটি দ্রুত চালুর চেষ্টা চলছে। এছাড়া ওই স্টেশনের আইটেম অনুযায়ী কোনটির কতটুকু ক্ষতি হয়েছে, সেটা নির্ধারণে কাজ চলছে। এতে আরো সাত-আটদিন সময় লাগতে পারে। প্রতিবেদন পাওয়ার পর দরপত্রে গেলে বোঝা যাবে, আর্থিক ক্ষতির পরিমাণ কত হয়েছে।’

মেট্রোরেল শুক্রবারও চালু করা নিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘প্রতি শুক্রবার বেলা সাড়ে ৩টায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টা ৫০ মিনিটে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার ১২ মিনিট অন্তর ট্রেন চলবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জুলাই বিকালে বন্ধ হয়ে যায় মেট্রোরেল। পরদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ২৫ অগাস্ট মেট্রোরেল চালু করা হলেও এতদিন ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করা যায়নি। এবার যাত্রী চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে কাজীপাড়া স্টেশন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫