বাংলাদেশকে আরো ২৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৪

অন্তর্বর্তী সরকারকে আরো ২৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। গতকাল সংস্থাটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি পুনরুদ্ধারে আরো ২৩০ কোটি ডলার (২ দশমিক ৩ বিলিয়ন) ঋণ সহায়তা দেবে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কারে সহায়তার অঙ্গীকার করেছেন।গতকাল দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশে তার পূর্বনির্ধারিত সফর শেষ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। ৫০ বছরের অংশীদারত্বে বিশ্বব্যাংক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় (আইডিএ) অনুদান, সুদমুক্ত ঋণ এবং দেশটিকে তার উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবেলায় সহায়তা করার জন্য ছাড়ের আকারে প্রায় ৪৪ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। বর্তমানে ৫২টি চলমান প্রকল্পের জন্য প্রায় ১৬ বিলিয়ন ডলার অর্থায়নসহ বাংলাদেশে বিশ্বব্যাপী সবচেয়ে বড় আইডিএ প্রোগ্রাম রয়েছে।—বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫