ইউরোপে কার বাজার ১৮ শতাংশের বেশি সংকুচিত

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ইউরোপের যাত্রীবাহী গাড়ির বাজারে গত আগস্টে স্থবিরতা দেখা গেছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় এ অঞ্চলে আগস্টে গাড়ি বিক্রি কমেছে ১৮ দশমিক ৩ শতাংশ। এর আগে জুলাইয়ে বিক্রিতে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। তবে বছরের প্রথম আট মাসের মোট হিসাবে বাজার কিছুটা সম্প্রসারণ হয়েছে। খবর আনাদোলু।

ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) সাম্প্রতিক প্রতিবেদনে অঞ্চলটির গাড়ির বাজার নিয়ে বিস্তারিত জানিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, আগস্টে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নতুন যাত্রীবাহী গাড়ির নিবন্ধন ১৮ দশমিক ৩ শতাংশ কমে ৬ লাখ ৪৩ হাজার ৬৩৭ ইউনিটে নেমে এসেছে।

ইইউর প্রধান চার বাজারের মধ্যে তিনটিই আগস্টে গাড়ি বিক্রি বাবদ ডাবল ডিজিটে লোকসান দেখেছে। জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আগের বছরের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে যথাক্রমে ২৭ দশমিক ৮, ২৪ দশমিক ৩ ও ১৩ দশমিক ৪ শতাংশ। এছাড়া স্প্যানিশ বাজারে বিক্রি কমেছে ৬ দশমিক ৫ শতাংশ।

সাম্প্রতিক বছরে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে বাড়তি আগ্রহ পরিলক্ষিত হলেও এতে কিছুটা মন্থর গতি দেখা গেছে ইইউর বাজারে। প্রতিবেদনে বলা হচ্ছে, ব্যাটারি-ইলেকট্রিক ভেহিকলের (বিইভি) বাজার হিস্যা আগের বছরের ২১ শতাংশ থেকে প্রায় এক-তৃতীয়াংশ কমে ১৪ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। এছাড়া আগস্টে বিইভির নতুন নিবন্ধন গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ৯ শতাংশ কমে ৯২ হাজার ৬২৭ ইউনিটে এসে দাঁড়িয়েছে।

বিদ্যুচ্চালিত গাড়ির বাজার নিয়ে ইইউ দুই মাস আগে নতুন নীতি গ্রহণ করেছে। স্থানীয় শিল্প রক্ষার কারণ দেখিয়ে চীনা ইভির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে।

এ বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্টে) ইইউভুক্ত গাড়ির বাজার ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এ সময় বিক্রি হয়েছে ৭২ লাখ ইউনিট গাড়ি।

ইইউ জোটের শীর্ষ বাজারগুলোর মধ্যে স্পেন ও ইতালিতে গাড়ি বিক্রি বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ৫ ও ৩ দশমিক ৮ শতাংশ। একই সময়ে ফরাসি ও জার্মান বাজারে স্থবিরতা দেখা দেয়। এখানে বিক্রি বেড়েছে যথাক্রমে দশমিক ৫ ও দশমিক ৩ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫