উপদেষ্টাদের আয় ও সম্পদ প্রকাশে নীতিমালার খসড়া অনুমোদন

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ প্রকাশের নীতিমালা, ২০২৪-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়া অনুমোদন করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, সরকারের সঙ্গে যুক্ত উপদেষ্টারা প্রতিবছর আয়কর জমা দেয়ার শেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আয় ও সম্পদের হিসাব জমা দেয়ার সুনির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত নীতিমালার খসড়ায় উপদেষ্টাদের নির্ধারিত ছকে এ বিবরণী জমা দেয়ার প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫