চেন্নাই টেস্ট

দুই সেশনে ভারতের ৬ উইকেটের পতন

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

চেন্নাই টেস্টে ভারতের ষষ্ঠ উইকেটের পতন ঘটিয়েছে বাংলাদেশ। ৪৮ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তুলে প্রথম দিনের চা বিরতিতে যায় স্বাগতিকরা। রবিচন্দ্র অশ্বিন ২১ ও রবীন্দ্র জাদেজা ২ রানে অপরাজিত রয়েছেন।

 

পেস বোলার হাসান মাহমুদ প্রথম ঘণ্টায় ধ্রুপদী বোলিং শো’র মধ্য দিয়ে স্বাগতিকদের টপ অর্ডার গুঁড়িয়েছেন। তিনি শিকারে পরিণত করেন রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে। মধ্যাহ্ন ভোজের বিরতির পর তার শিকার হন ঋষভ পন্ত।

 

দ্বিতীয় সেশনে নাহিদ রানাও উইকেট শিকারের উৎসবে যোগ দেন। ওপেনিংয়ে নামা জশস্বী জয়সোয়াল যখন বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছিলেন তখন তাকে ফেরান নাহিদ রানা। তার ১৪৮ কিলোমিটার গতির বলে স্লিপে সাদমানকে ক্যাচ তুলে দেন জয়সোয়াল। ঠিক পরের ওভারেই লোকেশ রাহুলকে শিকারে পরিণত করেন পাকিস্তানের সিরিজ জয়ের সবচেয়ে বড় নায়ক মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে শর্ট লেগে জাকির হাসানকে ক্যাচ তুলে দেন রাহুল।

 

প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তোলা ভারত দ্বিতীয় সেশনে ২৫ ওভার খেলে আরো ৩ উইকেট হারিয়ে ঠিক ৮৮ রান তুলেছে! 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫