ব্যাংকসহ বিভিন্ন খাতে সংস্কারে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে তাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং তার টিমের সঙ্গে আলোচনা হয়েছে। বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য নিরাপত্তা, বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে কথা হয়েছে। আমাদের দেয়া প্রস্তাবনাগুলোতে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

তিনি আরো জানান, ব্যাংক খাতে আমরা যে সংস্কারগুলো করেছি সেগুলোতে বিশ্বব্যাংক আমাদের সহায়তা করবে। এছাড়া বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা আলোচনা করেছি। বিশ্বব্যাংক আমাদের সংস্কারে সহায়তা করতে সম্মত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫