চাঁদাবাজি বন্ধ হলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আসবে— স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি বন্ধ করা গেলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য সেবাপ্রদানের ক্ষেত্রে তাদের নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এসব সমস্যা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, সমাজ থেকে দেশ থেকে সবার আগে ঘুস, দুর্নীতি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ হলে জিনিসপত্রের দাম সহনীয় হয়ে আসবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫