বিশ্বসেরা গবেষকের তালিকায় রাবির ১৫ শিক্ষক

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৫ জন গবেষক স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে ১৬ সেপ্টেম্বর এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বণিক বার্তাকে বলেন, ‘আমাদের দেশীয় একটা কালচার হলো গবেষকদের প্রকৃত অর্থে কোনোভাবে উৎসাহিত করা হয় না। আসলে গবেষকরাই একটা বিশ্ববিদ্যালয়কে সারা দুনিয়ার সামনে পরিচিত করেন। তবে খুব খুশি হওয়ার কারণ নেই, কেননা আমাদের শিক্ষক-শিক্ষার্থীর কলেবরটা বেশ বড়। চাইলে সংখ্যাটা আরো বাড়তে পারত। আন্তর্জাতিক মানে পৌঁছতে গেলে শুধু সংখ্যা নয়, মানেও অনেক বেশি এগিয়ে যেতে হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫