ন্যায্যতা চান মেগা প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তরা ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন। গতকাল বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় তারা পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসন ও প্রতিকারের দাবি জানান।

বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র উপকূলে লবণাক্ত পানি প্রবেশের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা বেড়েছে। কলপাড়ার অন্তর্ভুক্ত টিয়াখালী, ধানখালী, লালুয়া ও চম্পাপুর ইউনিয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং কিছু প্রকল্পের নির্মাণ কাজ চলমান। এসব প্রকল্পের জন্য ১০ হাজার ২০৬ দশমিক ২৮ একর জমি অধিগ্রহণ করেছে সরকার।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫