সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ক্রেডিট কার্ড নিয়ে এসেছে প্রিয়শপ-লংকাবাংলা

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ক্রেডিট কার্ড নিয়ে এসেছে শীর্ষ বিটুবি (বিজনেস টু বিজনেস) মার্কেটপ্লেস প্রিয়শপ ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ফার্স্ট কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড সিএমএসএমই ক্রেডিট কার্ড উইথ প্রিয়শপ অ্যান্ড লংকাবাংলা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, ‘আমরা মুদির দোকানে সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকি। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে কোনো মুদির দোকান ফেইল করে। এটা মূলত আমাদের জন্য একটা সুবিধা। এজন্য প্রিয়শপের এমন উদ্যোগে আমরা এগিয়ে এসেছি।’ 

তিনি বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো সাধারণত ব্যবসায়িক ক্ষেত্রে ছোট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাদের উদ্যোগে ক্রেডিট দেয়া দারুণ সুযোগ। এ কার্ড ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যার বড় একটি অংশ সুবিধা পাবে। এখানে বিটুবির কথা বলা হচ্ছে, যে কারণে প্রতিটি বিজনেস সত্তার প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে।’ 

অনুষ্ঠানে জানানো হয়, প্রিয়শপ-লংকাবাংলার কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিয়শপ প্লাটফর্মের পাঁচ হাজারেরও বেশি ব্যবসায়ী অনলাইন পোর্টাল এবং পিওএস টার্মিনালের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এছাড়া সঙ্গে রয়েছে তিন গুণ বেনিফিট ইন্স্যুরেন্স কাভারেজ এবং প্রথম বছরের জন্য ৫০ শতাংশ বার্ষিক ফি মওকুফের সুবিধা।

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘বাংলাদেশে এসএমই খাত নিয়ে অনেকেই কাজ করে, কিন্তু সিএমএসএমই নিয়ে কোনো প্রডাক্ট মার্কেটে নামেনি। যে সহযোগিতা নিয়ে প্রিয়শপ ও লংকাবাংলা এগিয়ে এসেছে, মাস্টারকার্ড এ উদ্যোগের সমন্বয় করল। এর মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তারাও ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করল। 

বিটুবিতে অনেকেই কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মধ্যে প্রিয়শপের মডেলটি সফল। এটি সফল বলেই তারা দেশের বাইরে থেকে বিনিয়োগ নিয়ে আসতে পেরেছে। এটাকে এখন ছড়িয়ে দিতে হবে।’ 

প্রিয়শপের সিইও আশিকুল আলম খান বলেন, ‘প্রিয়শপ শুরু থেকেই চেষ্টা করছে ক্ষুদ্র জনগোষ্ঠীর সেবা করতে এবং রিটেইল ইকোসিস্টেমে পরিবর্তন আনতে। আমরা প্রস্তুত রয়েছি, যেকোনো ভাবে, যেকোনো উদ্যোগের মাধ্যমে এ ক্ষুদ্র বিক্রেতাদের কীভাবে আরো বেশি লাভবান করা যায়, কীভাবে আরো ডিজিটালাইজ করা যায়।’

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম, প্রিয়শপের কো-ফাউন্ডার ও সিএমও দীপ্তি মণ্ডল এবং মাস্টারকার্ডের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সোহেল আলিমসহ প্রতিষ্ঠানগুলোর অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫