বিক্রি হতে যাচ্ছে বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক দি অবজারভার

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের প্রাচীনতম রোববারের পত্রিকা দি অবজারভার বিক্রির আলোচনা চলছে। বিষয়টি নিশ্চিত করেছে গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। তারা জানায়, দি অবজারভার বিক্রির জন্য টরটয়েস মিডিয়ার সঙ্গে আলোচনা চলছে। খবর বিবিসি।

দি অবজারভারের সম্পাদনা ও বাণিজ্যিক পুনর্নবীকরণের জন্য আগামী পাঁচ বছরে প্রায় আড়াই কোটি ইউরো বিনিয়োগের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বিবিসি নিউজের প্রধান ও টাইমস পত্রিকার সাবেক সম্পাদক জেমস হার্ডিংয়ের হাত ধরে পাঁচ বছর আগে পথচলা শুরু করে টরটয়েস।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলোচনার ফলাফল যা-ই হোক না কেন দি অবজারভারের সাত দিনব্যাপী ডিজিটাল কার্যক্রম চালু থাকবে। পত্রিকার কর্মীদের জানানো হয়েছে, বিনিয়োগটি অবজারভারকে একটি স্বতন্ত্র পণ্য হিসেবে এর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করবে। গার্ডিয়ান মিডিয়া গ্রুপ সক্রিয়ভাবে দি অবজারভার বিক্রি করার চেষ্টা না করলেও টরটয়েসের প্রস্তাবটি টেকসই কিনা তা পরীক্ষা করছে বলেও কর্মীদের জানানো হয়েছে। ১৭৯১ সালে প্রতিষ্ঠিত দি অবজারভার পৃথিবীর প্রাচীনতম রোববারের সংবাদপত্র, যার কর্মী সংখ্যা প্রায় ৭০।

জর্জ অরওয়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং ১৯৪৮ সাল পর্যন্ত দি অবজারভারের জন্য লিখতেন। পত্রিকাটির আরেকজন বিশিষ্ট কনট্রিবিউটর ছিলেন কিম ফিলবি। তিনি সাবেক এমআই৬ অফিসার ও সোভিয়েত গুপ্তচর ছিলেন। ২০২১ সাল পর্যন্ত দি অবজারভার সপ্তাহে প্রায় ১ লাখ ৩৬ হাজার কপি পত্রিকা বিক্রি হতো। এরপর অডিটের তথ্য প্রকাশ বন্ধ হয়ে যাওয়ায় এ-সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫