এনবিআরে ৪৯ কর কমিশনারের দপ্তর রদবদল

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর কমিশনারের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে ৯ জন ও এনবিআরের এক আদেশে ৪০ জনকে বদলি ও পদায়ন করা হয়।

কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক করা হয়েছে। সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে পদায়ন করা হয়েছে।

নতুন ইউনিট আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রকিব, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের দায়িত্ব পেয়েছেন মুন্সী হারুনর রশীদ, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের দায়িত্ব পেয়েছেন বজলুর রহমান খান। এছাড়া বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক হয়েছেন রওনক আফরোজ, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের দায়িত্ব পেয়েছেন গণেশ চন্দ্র মন্ডল ও কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হয়েছেন রুখসানা হক। বাকি কমিশনারদের অন্যান্য কর অঞ্চল ও কর আপীলাত ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়েছে।





সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫