জরিপ

দলীয় ছাত্ররাজনীতিকে নেতিবাচক মনে করেন ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতকরা ৯৬ ভাগ শিক্ষার্থী মনে করেন, দলীয় ছাত্ররাজনীতি শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত'- শীর্ষক এক গবেষণা জরিপে এমন তথ্য উঠে এসেছে। এর মধ্যে ৭১ শতাংশ শিক্ষার্থীর মতে, এ প্রভাব খুবই নেতিবাচক ও ২৫ শতাংশের মতে নেতিবাচক।

ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি পরিচালিত এ জরিপ অনুযায়ী, মাত্র ৩ শতাংশ শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন। বাকি ১ শতাংশের মতে, দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলে না।

ছাত্ররাজনীতির মূল প্রভাব হিসেবে ৮৭ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী ক্ষমতার অপব্যবহারকে উল্লেখ করেছেন। ৮৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ, ৮৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী ভয়ংকর গেস্টরুম কালচার, ৭৭ দশমিক ২ শতাংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, ৭৪ দশমিক ১ শতাংশ দাঙ্গা-হাঙ্গামা, ৬৮ দশমিক ৮ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতা, ৬৮ দশমিক ৭ শতাংশ জাতীয় রাজনৈতিক দলের প্রভাব, ১১ দশমিক ৪ শতাংশ নেতৃত্বে সুযোগ সৃষ্টি, ৪ দশমিক ৬ শতাংশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং ৪ দশমিক ৫ শতাংশ অন্যান্য প্রভাব উল্লেখ করেছেন।

জরিপের ফলাফল উপস্থাপন কালে রিসার্চ সোসাইটির সদস্য মো. আবির হোসেন অনিক বলেন, গত ৩ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত এ জরিপে বিশ্ববিদ্যালয়ের ৭৮টি বিভাগ ও ১০টি ইনস্টিটিউটের ২২৩৭ জন নিয়মিত শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

জরিপে প্রাপ্ত ফলাফল বলছে, বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি নিয়ে প্রত্যাশায় ৮৩ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতিকে 'একেবারেই নিষিদ্ধ' রূপে প্রত্যাশা করেছেন। সংস্কারকৃতরূপে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি প্রত্যাশা করেছেন মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি যে অবস্থায় আছে সেই অবস্থাই প্রত্যাশা করেছেন মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। ৮১ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের কারণে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মত প্রকাশ করেছেন।

শতকরা ৮৮ ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতির 'কোনো গুরুত্ব নেই' বলে মনে করেন। দলীয় ছাত্ররাজনীতির বিকল্প হিসেবে ৮১ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী নিয়মিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। আবার কেন্দ্রীয় ছাত্র সংসদ ও দলীয় ছাত্ররাজনীতির প্রশ্নে ৮০ শতাংশ শিক্ষার্থী 'শুধুমাত্র ছাত্রসংসদ চান, তবে দলীয় ছাত্ররাজনীতি চান না' বলে মতামত দিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫