হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই -মেজর (অব.) হাফিজ উদ্দিন

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেছেন, ‘এখনো যুদ্ধ শেষ হয়নি, জনগণ সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে পারলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। জুলাইয়ের নিরস্ত্র যোদ্ধারা বিশ্বে নন্দিত হয়েছেন। যারা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছেন, তাদের বাংলার ভূ-খণ্ডে রাজনীতি করার কোনো অধিকার নেই।’ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল বিকালে রংপুরে বিএনপির শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শোভাযাত্রার আগে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলার মানুষ যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল, ১৬ বছরে সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার প্রাণ আর রক্তের বিনিময়ে মানুষের অধিকার আদায়ের সেই স্বপ্নের পথে আবারো জেগে উঠেছে বাংলাদেশ। সংস্কার সাধন করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

বিগত দিনে নেতাকর্মীদের ওপর আওয়ামী সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, ‘এতদিন আমরা গোলামের জীবনযাপন করেছিলাম। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ। অন্তর্বর্তীকালীন সরকারকে কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক ত্যাগ এবং কষ্টের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এমন কোনো কাজ বা অপরাধে লিপ্ত হওয়া যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।’

শোভাযাত্রায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫