‘‌কঠোর পরিশ্রম ও ধৈর্যই একজন শিল্পীকে সফলতার দিকে এগিয়ে নেয়’

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৪

ফিচার প্রতিবেদক

এসময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রীদের একজন সাবিলা নূর। শুধু নিজেকে নিয়ে নয়, সাবিলার ভাবনায় যেমন থাকে দেশ ও দেশের মানুষ, তেমনি তার পরের প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়েও ভাবেন দরদ নিয়ে। তিনি নতুন শিল্পীদের কিছু পরামর্শ দিয়েছেন।

এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘‌নতুনদের জন্য প্রথম ও প্রধান পরামর্শ হলো নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা। অভিনয়ের মৌলিক ধারণা, অভিনয়ের কৌশল, শরীরের ভাষা, কণ্ঠের ব্যবহার ইত্যাদি সম্পর্কে ভালোভাবে শিখতে হবে। প্রশিক্ষণ কেন্দ্র বা একাডেমিতে ভর্তি হয়ে পেশাদার প্রশিক্ষণ নেয়া ও অনলাইন কোর্সের মাধ্যমে জ্ঞান বাড়ানো যেতে পারে।’ প্রচুর অনুশীলনের কথা উল্লেখ করে সাবিলা বলেন, ‘‌অভিনয়ে পারদর্শিতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলন অপরিহার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। থিয়েটার গ্রুপে যোগ দিয়ে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করা একটি ভালো উপায় হতে পারে।’

তিনি জানান, বিনোদন জগতে সফল হতে হলে ভালো নেটওয়ার্কিং থাকা জরুরি। অভিনয়শিল্পীদের উচিত পরিচালক, সহশিল্পী ও প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। বিভিন্ন ইভেন্ট, ফিল্ম ফেস্টিভাল, ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণ করলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়।

নতুনদের কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণের বার্তা দিয়ে সাবিলা নূর বলেন, ‘‌অভিনয়শিল্পী হিসেবে সফল হওয়া সহজ নয়। সফল হতে হলে প্রচুর পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন। প্রথমদিকে প্রত্যাখ্যানের সম্মুখীন হতে পারেন, কিন্তু হাল না ছেড়ে নিজের কাজের ওপর মনোযোগ ধরে রাখা উচিত। কঠোর পরিশ্রম ও ধৈর্যই একজন শিল্পীকে সফলতার দিকে এগিয়ে নেয়।’

নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার কথা তুলে ধরে এ অভিনেত্রী জানান, বর্তমান সময়ে অভিনয়ের ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব অনেক বেশি। নতুন অভিনয়শিল্পীদের উচিত প্রযুক্তির সঙ্গে নিজেদের অভ্যস্ত করে তোলা। ক্যামেরার সামনে কাজ করা, অডিশন ভিডিও তৈরি করা, অনলাইন প্লাটফর্মে নিজের কাজ শেয়ার করা। এসব বিষয়ে দক্ষতা অর্জন করা জরুরি।

সবশেষে সাবিলা নূর বলেন, ‘‌প্রথমে ছোট কাজ শুরু করুন। অনেক নতুন শিল্পীই বড় চরিত্র বা কাজের অপেক্ষায় থাকেন। তবে ছোট চরিত্র বা কাজ থেকে শুরু করলেও কোনো সমস্যা নেই। ছোট কাজের মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশ করে ধীরে ধীরে বড় কাজের সুযোগ পাওয়া সম্ভব।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫