আমাদের কাজ মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেয়া: রোহিত শর্মা

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৪

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন রীতিমতো উড়ছে। নাজমুল হোসেন শান্তর দল ভারতের মাঠেও বিজয় নিশান ওড়াবে—এমন আশা জেগেছে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরাও রোহিত শর্মার দলকে সতর্ক করে দিয়েছেন। বাংলাদেশের এই উন্মাদনা নিয়ে অবশ্য মোটেও বিচলিত নন ভারতের দলনায়ক রোহিত। তিনি বরং নিজেদের খেলায় মনোযোগী হতে চান এবং ম্যাচ দুটো জিততে চান।

 

আজ মঙ্গলবার চেন্নাইয়ে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, বাংলাদেশকে কথা বলতে দিন। ওদের মজা নিতে দিন। ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল। কিন্তু আমাদের কাজ মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেয়া। যখন ইংল্যান্ড এসেছিল, সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমরা কথা শুনে মনোযোগ হারাইনি, নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম। এবারও আমাদের একই লক্ষ্য—ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা।’

 

এ সময় প্রতিপক্ষ বাংলাদেশের প্রশংসাও করলেন রোহিত। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’

 

সিরিজের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই সিরিজের পর আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ও তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছানোর জন্য আমাদের সব ম্যাচেই জিততে হবে।’

 

এ মুহূর্তে ৯ ম্যাচের ৬টিতে জিতে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ১২ ম্যাচের ৮টি জেতা অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। পাকিস্তানকে টানা দুই টেস্টে হারানো ভারত রয়েছে টেবিলের চারে। টাইগারদের সমান ৬ ম্যাচে ৩ জয় নিয়ে নিউজিল্যান্ডে তিনে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫