ফেনীতে ছাত্রহত্যা মামলার আসামি রিফাত চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে গণহত্যা মামলার আসামি সাইদুল হক রিফাতকে (২৮) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের সিডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রিফাত ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তিনি উত্তর ছনুয়া গ্রামের সালেহ আহমদের ছেলে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার সিডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে একটি আবাসিক বাসা থেকে রিফাতকে গ্রেফতার করা হয়। ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা দুইটি মামলার এজহারভুক্ত আসামি ছিলেন রিফাত। ঘটনার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া রিফাতকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫