বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝিনাইদহে তিনজনের মৃত্যু

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদরের সুরাপারা গ্রামে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— মোকছেদ মোল্লা (৬০), রেশমা খাতুন (৪৫) ও হাসিনা বেগম (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস জানায়, গতকাল (রোববার) বিকালে ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বৈদ্যুতিক তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। তারের ওপর থেকে গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোকছেদ মোল্লা। এরপর মোকছেদকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই রেশমা ও হাসিনা মারা যান। মোকছেদ আলীর মৃত্যু হয় ঘটনাস্থলেই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫