ভারতে পাচারের সময় কুমিল্লায় এবার ৮৫০ কেজি ইলিশ জব্দ

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ভারতে পাচারের সময় কুমিল্লায় এবার ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চানপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়।

ইলিশ মাছ জব্দ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবির একটি দল। তবে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যান পাচারকারীরা।

তিনি জানান, ৩৫টি বাক্সে ৮৫০ কেজি ইলিশ মাছ ভারতে পাচার করা হচ্ছিল, যার আনুমানিক দাম ৯ লাখ ৫২ হাজার টাকা।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছিল বিজিবি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫