‘ভাইকিংস’ ব্যান্ডের ২৭ বছরপূর্তিতে কনসার্ট

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৪

ফিচার প্রতিবেদক

বাংলাদেশের ব্যান্ড মিউজিক সিনে দীর্ঘ সময়ের পথচলা জনপ্রিয় ব্যান্ড ভাইকিংসের। ১৯৯৭ সালে শুরু হওয়া ব্যান্ডটির ২৭ বছর পূর্তি হচ্ছে এ বছর। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে পারফর্ম করবে তারা।

বাংলাদেশের ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে ভাইকিংস বেশ জনপ্রিয়। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত হওয়া ব্যান্ডটি লাইমলাইটে আসে ১৯৯৯ সালে ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে। বর্তমানে এ ব্যান্ডের ভোকাল হিসেবে রয়েছেন তন্ময় তানসেন। এছাড়া অন্য সদস্যদের মধ্যে রয়েছেন গিটারে আজমাইন আদিল ও ফারুক হোসাইন শুভ, বেজ গিটারে জিয়া স্বপন। 

২৭ বছরের পথ চলায় ভাইকিংস বাংলাদেশের সংগীতপ্রেমীদের উপহার দিয়েছে ‘অপেক্ষা’, ‘অপেক্ষা ২’, ‘ঈশ্বর’, ‘যদি’, ‘ভয়’ ও ‘জীবনের কোলাহল’-এর মতো জনপ্রিয় গান।

এরই মধ্যে কনসার্টটিতে জনপ্রিয় উপমহাদেশীয় ব্যান্ড ‘জাল’ পারফর্ম করবে বলে জানা গেছে। এ কনসার্টে জালের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। এ কনসার্টের মাধ্যমে দীর্ঘ এক বছর পর স্টেজে ফিরছেন বেজবাবা সুমনও। কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জিরকোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপেরিয়েন্স।

কনসার্টের বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘কনসার্টের নামের সঙ্গে তাল মিলিয়েই আমরা লাইনআপ নিয়ে কাজ করছি। যেহেতু ব্যান্ড মিউজিক সিনের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেভেলের লেজেন্ডারি ব্যান্ডগুলো নিয়েই এ আয়োজন, সুতরাং এখানে ভাইকিংসকে আমন্ত্রণ জানাতে পেরে আমরাও বেশ খুশি। আশা করি, দর্শকের জন্য এটা একটা অন্য রকম অভিজ্ঞতা হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫