জাতীয় ঐক্য গড়তে কাজ করতে চায় নাগরিক কমিটি

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নবগঠিত জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে সব রাজনৈতিক পক্ষের মধ্যে তারা জাতীয় ঐক্য তৈরিতে কাজ করতে চায়। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ ইচ্ছার কথা জানান কমিটির সদস্যরা।

গত রোববার আত্মপ্রকাশ করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এতে আহ্বায়ক হিসেবে আছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। আখতার হোসেন আছেন সদস্য সচিবের দায়িত্বে। আত্মপ্রকাশের পর গতকাল ছিল কমিটির প্রথম সংবাদ সম্মেলন। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আখতার হোসেনও উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে বলা হয়, তারা এমন এক ঐক্য গঠন করতে চায়, যে ঐক্যের ওপর দাঁড়িয়ে শোষণহীন, বৈষম্যহীন ও গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমীন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার করেছি। কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের যে এতদিন পরও আমাদের মধ্যে কোনো ইস্যুতেই জাতীয় ঐক্য নেই। সবকিছু নিয়েই আমরা দ্বিধাবিভক্ত। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মতো প্রাথমিক রাষ্ট্রীয় কাজও এখানে অসম্ভব হয়ে পড়েছে। এখনো ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরি করতে পারিনি। পাঁচ বছর পরপর ক্ষমতা হস্তান্তর হবে কী প্রক্রিয়ায় তা নিয়েই এতদিনে কোনো ঐক্যে পৌঁছানো যায়নি।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ স্রেফ একটি সরকার নয়। এটি একটা ব্যবস্থা, যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক-অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি। এমন একটি বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই, যেন সামনের দিনে কোনো সরকারপ্রধানকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না হয়।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫