সাতক্ষীরা সীমান্তে ১১ স্বর্ণবারসহ আটক ১

প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের ১১টি স্বর্ণবারসহ একজনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ী সীমান্ত থেকে স্বর্ণবারগুলো জব্দ করা হয়। আটক মো. জাকির হোসেন (৩১) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে— এমন তথ্য তাদের কাছে ছিল। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের একটি দল জাকির হোসেন আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণবার পাওয়া যায়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো ভারতে পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। স্বর্ণবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫