‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’র শুটিং স্থান পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৪

বণিক বার্তা অনলাইন

হাতে পিস্তল। নারী বা পুরুষের গায়ে ঢিলেঢালা পোষাক। মাথায় ওয়েস্টার্ন হ্যাট। ঘুরে বেড়াচ্ছেন স্পেনের বুর্গোস প্রদেশের কারাজো এলাকায়। দেখলে যে কারো মনে পড়বে ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ চলচ্চিত্রের কথা।

স্থানটি স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে। সিনেমাটির কারণে সে স্থানটিই ক্রমে পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। এখানে যারা আসছেন, তাদের অধিকাংশই চলচ্চিত্রটি দেখেছেন। ১৯৬৬ সালে সার্জিও লিওনের ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এটিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমাগুলোর একটি বলে মনে করা হয়। খবর রয়টার্স।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫