৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কার হলে ফ্যাসিবাদ জেঁকে বসতে পারবে না —অ্যাটর্নি জেনারেল

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কার হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না।’

রাজধানীতে গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হয়ে যাবে। তবে তিনি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অনেকেই সংবিধান থেকে এ অনুচ্ছেদ বাদ দেয়ার পক্ষে। তাদের যুক্তি, এ অনুচ্ছেদের কারণে জাতীয় সংসদে পূর্ণাঙ্গ গণতন্ত্রচর্চা ব্যাহত হচ্ছে। এ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না। 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘৭০ অনুচ্ছেদের কারণে আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এখন আমরা এমন বিচার বিভাগ চাই, যে বিচার বিভাগ হবে জনগণের।’

সাংবাদিকদের সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, আপিল বিভাগের মতামত নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।

রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা বলেন, ‘গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীসহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা পালিয়ে যান। সংসদ সদস্যরা নিখোঁজ হয়ে যান। এ অবস্থায় করণীয় জানতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত জানতে চাওয়া হয়েছিল। তখন আপিল বিভাগের মতামত নিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হয়।’

তিনি আরো বলেন, ‘অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। এ সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫