অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: মির্জা ফখরুল

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

জনপ্রতিনিধি নির্বাচনের যে সংস্কার সেটি দ্রুত শেষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শেষ করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাবে।’ গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি অন্তর্বর্তী সরকার কাজ করছে। এ কাজের জন্য তাদের সময়-সুযোগ দিতে আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। প্রধান উপদেষ্টা বুধবার জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন, তার জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছে। এ বক্তব্যে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন। এ সরকার তো সম্পূর্ণ নতুন। দ্বিতীয়ত, প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ রাজনীতিকরণ করতে গিয়ে বেশির ভাগই তাদের মতাবলম্বী লোকদের প্রমোশন দিয়েছে। ফলে এখানে শৃঙ্খলা আনতে সময় লাগবে। এখানে নতুন করে লোক নিয়োগ করা তো সম্ভব না। যা আছে, তা দিয়ে কাজ করতে হবে। সেই ধৈর্য আমাদের ধরতে হবে। জনগণের প্রতিনিধি নির্বাচনের যে সংস্কার, সেটি দ্রুত শেষ হবে বলে আমাদের প্রত্যাশা থাকবে। এ সরকার আন্দোলনের মধ্যে দিয়ে এসেছে। আশা করি, তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫