ইউজিসির সদস্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক তানজীমউদ্দিন ও অধ্যাপক আনোয়ার

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আগামী চার বছর পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। তবে সরকার প্রয়োজনে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী সুবিধাদি পাবেন।

তাদের যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর করা হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫