পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরির মৃত্যু

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার (১১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় নিজ বাসায় মারা যান তিনি। 

জানা যায়, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেছেন আলবার্তো ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি।

আলবার্তো ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। এ সময় অর্থনৈতিক স্থিতিশীলতা আনলেও মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন তিনি।

সাবেক এ প্রেসিডেন্ট ২০০০ সালে দুর্নীতির অভিযোগ ওঠার পর জাপানে পালিয়ে যান এবং সেখান থেকে পদত্যাগ করেন। ২০০৫ সালে পেরুতে ফেরার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১৭ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্ষমা পেলেও তা বাতিল হয়। তবে ২০২৩ সালে তাকে পুনরায় ক্ষমা করা হয়।

প্রসঙ্গত, ফুজিমোরির মেয়েকে তিনবার পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হতে হয়েছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫