আরো দুই মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি I নওগাঁ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৪ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল গতকাল বেলা ৩টায় এ রায় দেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী মিনহাজুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে লন্ডনের এক সমাবেশে তারেক রহমান বক্তব্য দেয়ার সময় শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন বলে অভিযোগ আনা হয়। সেই বক্তব্যের কারণে জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি রহমানিয়া আলম ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলা করেন। মামলা দুটি মিথ্যা প্রমাণ হওয়ায় আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন।’

মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাওয়ায় বিকালে নওগাঁ আদালত চত্বরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজমুল হক সনির নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট গোপালগঞ্জে মানহানির একটি, ২১ আগস্ট নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের একটি, ১৩ আগস্ট মাদারীপুরে মানহানির একটি এবং ১২ আগস্ট পটুয়াখালীতে মানহানির একটি মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫