রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নবনিযুক্ত প্রাধ্যক্ষদের মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলের দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, মাদার বখ্শ হলে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী, শহীদ জিয়াউর রহমান হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহবুবার রহমান, মন্নুজান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোছা. আশিয়ারা খাতুন, রোকেয়া হলে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাবিনা সুলতানা এবং রহমতুন্নেসা হলে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম।

নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তারা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীবকে সাময়িকভাবে উপাচার্য করে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে শূন্যপদগুলো পূরণে নতুন নিয়োগ দিচ্ছেন নবনিযুক্ত উপাচার্য।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫