ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোর নিহত

প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবাসহ দুজন। গতকাল ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

আটদিনের ব্যবধানে বিএসএফের গুলিতে এ নিয়ে দ্বিতীয় বাংলাদেশীর মৃত্যু হলো। সীমান্তে একের পর এক মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের নয়, মানুষেরও বিষয়। একজন মানুষ যখন বর্ডারে গুলিতে মারা যান, সারা দেশের মানুষের মধ্যে এ নিয়ে একটা প্রতিক্রিয়া হয়, সেটা একটা নেতিবাচক দিক, যেটা আমরা চাই না। সীমান্ত হত্যা ভালো সম্পর্কের প্রধান অন্তরায়।’

এদিকে সীমান্তে হত্যার প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জয়ন্ত কুমার সিংহ উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। মহাদেব কুমার ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ আহত হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন, ‘আমরা মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি।’

সর্বশেষ ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলা সীমান্তে নিহত হন ১৪ বছর বয়সী বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাস। গত বৃহস্পতিবার ঢাকায় ভারতের হাইকমিশনে চিঠি পাঠিয়ে ওই ঘটনার কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫