রাষ্ট্র সংস্কার নিয়ে বিভাজন তৈরি হয়েছে —হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: সেপ্টেম্বর ০৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

স্বৈরাচার পতন আন্দোলনে বিভেদ না থাকলেও রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্নে বিভাজন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘যখন বিভাজনের সময় আসে তখন আমরা এক হয়ে যাই। ৫ আগস্টের আগে আমাদের মাঝে কোনো বিভেদ ছিল না। যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্ন এসেছে তখনই বিভাজন তৈরি হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘আমরা মুক্ত আকাশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। শিক্ষার্থীরা ঠিক করবে আগামীর বিশ্ববিদ্যালয় কেমন হবে। রাষ্ট্র সংস্কারকাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫