যুবদল নেতার বক্তব্য ভাইরাল

‘কুষ্টিয়া মডেল থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি’

প্রকাশ: সেপ্টেম্বর ০৯, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কুষ্টিয়ায় শেষের দিন ( আগস্ট) যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে, তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি। বুধবার বিকালে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চাঁদাবাজি রোধে চালকল মালিক স্থানীয়দের নিয়ে আয়োজিত সমাবেশে কথা বলেন আব্দুল মাজেদ।

ভিডিওতে আব্দুল মাজেদকে বলতে শোনা যায়, ‘এমন একটা দিন নাই, আমার তিনটি ছেলে, আমার পরিবার, আমার চাচা চাচিরা আন্দোলনে যায় নাই। রক্তে টান দিয়েছে, রক্ত যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ বণিক বার্তাকে বলেন, ‘আমি আবেগে কথা বলে ফেলেছি।

বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘ ধরনের বক্তব্য যদি তিনি দিয়ে থাকেন, তাহলে ঠিক করেননি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ভাংচুর, অস্ত্র লুট ছাড়াও অগ্নিসংযোগ করা হয়। ঘটনায় আগস্ট কুষ্টিয়া মডেল থানায় -১০ হাজার জনকে আসামি করে মামলা করেন থানার পরিদর্শক (অপারেশন) এসএম আব্দুল আলিম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫