গাজীপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

প্রকাশ: সেপ্টেম্বর ০৯, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে মানববন্ধন করেন তারা।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম জানান, কয়েক দিন ধরে এলাকাবাসী সব লোকাল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছেন।

 ব্যানার ও পোস্টার ছাপিয়ে গতকাল মানববন্ধনের কথা জানিয়ে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। এ সময় জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশ করলে ইঞ্জিনের সামনে অবরোধ করেন তারা। এ সময় তারা দাবি জানান, যতক্ষণ স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেয়া না হবে, ততক্ষণ ট্রেন চালানো যাবে না। প্রায় দেড় ঘণ্টা ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ। তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫