নতুন আইফোনে ব্যবহার হবে আর্মের চিপ প্রযুক্তি

প্রকাশ: সেপ্টেম্বর ০৯, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোয় টেক জায়ান্ট অ্যাপলের সদর দপ্তর অ্যাপল পার্ক অবস্থিত। সেখানে উন্মোচন করা হবে প্রতিষ্ঠানটির আইফোন ১৬ সিরিজের সর্বশেষ সংস্করণ। এ সিরিজের স্মার্টফোনগুলোয় ব্যবহার করা হবে এ১৮ চিপ। তবে এবারের মূল আকর্ষণ থাকছে আইফোনে প্রতিষ্ঠানটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপল ইন্টেলিজেন্সের সংযোজন। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নতুন ‘এআই’ প্রসেসর তৈরিতে ব্যবহার করা হয়েছে সফটব্যাংকের মালিকানাধীন আর্মের সর্বশেষ ভি৯ চিপ ডিজাইন। খবর রয়টার্স।

স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারসহ অনেক ডিভাইসে ব্যবহৃত চিপের আর্কিটেকচার ডিজাইনের জন্য পরিচিত আর্ম হোল্ডিংসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে অ্যাপল। গত বছরের সেপ্টেম্বরে করা এ চুক্তির মেয়াদ ২০৪০ সালের পর পর্যন্ত স্থায়ী হবে, যা চিপ প্রযুক্তির ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন।

চলতি বছরের জুলাইয়ে আর্মের পক্ষ থেকে বলা হয়, স্মার্টফোন চিপ থেকে যে মুনাফা হয়, তার ৫০ শতাংশ আসে ভি৯ চিপ থেকে। বিশ্বের বেশির ভাগ স্মার্টফোন চিপের নকশায় ব্যবহৃত প্রযুক্তির মেধাস্বত্ব আর্মের দখলে এবং এটিই অ্যাপল ও আরো অনেক প্রতিষ্ঠানকে প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স দিয়ে থাকে। আইফোন, আইপ্যাড ও ম্যাকের জন্য কাস্টম চিপ ডিজাইন করতে আর্মের প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল।

দুটি প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৯০ সালে আর্ম হোল্ডিংস প্রতিষ্ঠার সময় অংশীদারদের মধ্যে অন্যতম অ্যাপল। ১৯৯৩ সালে অ্যাপলের তৈরি ‘নিউটন’ কম্পিউটারের প্রসেসরে আর্মের চিপ ব্যবহার করা হয়েছিল। তখন কম্পিউটারটি বাজার ধরতে পারেনি। কিন্তু আর্ম হোল্ডিংস এখনো টিকে আছে। বরং কম বিদ্যুৎ ব্যবহারের কারণে স্মার্টফোন চিপে প্রভাব বিস্তার করে যাচ্ছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, আইফোন টুয়েলভ ২০২০ সালে ফাইভজি প্রযুক্তি চালু করার পর ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন আইফোন মডেলগুলোয় তেমন যুগান্তকারী কোনো ফিচার আনেনি।  ফোনের ক্যামেরা ও স্ক্রিন রেজল্যুশনের অগ্রগতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে বেশির ভাগ আইফোন ব্যবহারকারীর দৈনন্দিন কাজের জন্য বড় আপডেটের প্রয়োজন হয় না। ফলস্বরূপ আইফোন বিক্রয়ও ধীর হয়েছে। তবে এখন বিনিয়োগকারীরা আশা করছেন, এআই প্রযুক্তি নতুন আইফোন কিনতে মানুষকে আকর্ষণ করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫