৭০ ডলারের নিচে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

প্রকাশ: সেপ্টেম্বর ০৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৬৭ ডলারে নেমে এসেছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে জ্বালানি তেলের পণ্যটির দাম ছিল ৬৬ ডলার ২৬ সেন্টে। এর ফলে গত তেত্রিশ মাস পর (পৌনে তিন বছর) অপরিশোধিত জ্বালানি তেলের দাম এতো নিচে নেমে আসল। 

জ্বালানির বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অয়েল প্রাইজ ডটকমের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের বাজার রয়েছে। এর একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অন্যটি বেন্ট ক্রুড। আন্তর্জাতিক বাজারে দুটি পণ্যের দাম ব্যারেল প্রতি যথাক্রমে ৬৭ দশমিক ৬৭ ডলার ও ৭১ দশমিক ৬ ডলারে নেমেছে।

এর আগে ২০২৩ সালের মার্চে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৬৯ ডলারে নেমে আসে। তবে তা কয়েকদিনের জন্য স্থায়ী হয়। পরবর্তীতে এ দাম কখনো ব্যারেল প্রতি ৭৫ থেকে সর্বোচ্চ ৯১ ডলার পর্যন্ত থেকেছে। তবে ২০২২ সালের মার্চে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৩ ডলারে উঠে যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫