গাজায় ৪৮ ঘণ্টায় নিহত অন্তত ৬১ ফিলিস্তিনি

প্রকাশ: সেপ্টেম্বর ০৮, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) গাজার চিকিৎসকরা এ তথ্য জানান। খবর রয়টার্স।

গাজা সিটি এবং জাবালিয়ায় দুটি পুরনো স্কুলে আশ্রয় নেয়া মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানান ফিলিস্তিনি চিকিৎসকরা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামলাটি সেই স্থানে চালানো হয়েছিল যেখানে হামাসের বন্দুকধারীরা কার্যক্রম পরিচালনা করে আসছিল। গাজা সিটিতে আরেক বাড়িতে হামলায় আরো ৫ জন নিহত হন এবং শনিবার মোট নিহতের সংখ্যা ২৮।

হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহ গোষ্ঠীর সশস্ত্র শাখাগুলো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ট্যাঙ্কবিধ্বংসী রকেট ও মর্টার বোমা ব্যবহার করে লড়াই করেছে। কিছু ক্ষেত্রে ইসরায়েলি ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক যানকে লক্ষ্যবস্তু করে বোমা হামলাও হয়েছে।

ইসরায়েলি বাহিনী ও হামাসের যুদ্ধের এগারো মাস পেরিয়ে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে এবং এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। এতে সংঘাতের অবসান এবং গাজায় আটক ইসরায়েলি ও বিদেশী বন্দীদের মুক্তির প্রচেষ্টাও আলোর মুখ দেখছে না।

কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েল ও হামাস উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। তবে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নেই কারণ, উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য বেশ বড়। মার্কিন প্রধান মধ্যস্থতাকারী সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে একটি বিস্তারিত প্রস্তাব আনা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫