নভোচারী ছাড়াই মহাকাশ থেকে ফিরল বোয়িং স্টারলাইনার

প্রকাশ: সেপ্টেম্বর ০৮, ২০২৪

নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে মহাকাশে ফেলেই ফিরে এল বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযান। শনিবার নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবার মরুভূমিতে অবতরণ করেছে মহাকাশযানটি। এর মাধ্যমে তিন মাসের একটি পরীক্ষামূলক মিশনের সমাপ্তি ঘটল, যা প্রযুক্তিগত সমস্যার কারণে বাধাগ্রস্ত হয়। গত ৫ জুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়েই মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা ও বুচ। তাদের গন্তব্য ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস। কথা ছিল আটদিনের মধ্যে কাজ সেরে পৃথিবীতে ফিরবেন তারা। তবে এরই মাঝে স্টারলাইনারে ত্রুটি ধরা পড়ায় ভেস্তে যায় পরিকল্পনা। এ অবস্থায় পৃথিবীতে না ফেরার সিদ্ধান্ত নেন মহাকাশচারীরা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইলোন মাস্কের স্পেসএক্সের একটি মহাকাশযানে পৃথিবীতে ফেরত আনা হবে তাদের। খবর রয়টার্স ও ছবি এপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫