হাইড্রোজেন জ্বালানি ব্যবহারে নতুন নজির মিসরে

প্রকাশ: সেপ্টেম্বর ০৮, ২০২৪

কায়রোর বাইরে তৈরি হচ্ছে মিসরের নতুন প্রশাসনিক রাজধানী। চলমান এ উন্নয়ন প্রকল্পের একটি স্কাইস্ক্র্যাপার বা আকাশচুম্বী ভবনে নিরবচ্ছিন্ন শক্তি উৎপাদনে ব্যবহার হবে হাইড্রোজেন জ্বালানি। যাকে ব্লু-স্কাই থিংকিং বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। স্কাইস্ক্যাপারটি মূলত পরিবেশবান্ধব অফিস বিল্ডিং। যা ডিজাইন করেছেন নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক টাওয়ার ও সৌদি আরবের জেদ্দা টাওয়ারের নকশার জন্য পরিচিত গর্ডন গিল। নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাগনম প্রপার্টিজ সেই নকশা অনুসারে, ৪৩ তলার এ ভবনে ক্লিন হাইড্রোজেন ও সোলার প্যানেল চালিয়ে নিট-শূন্য কার্বন লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা করেছে। ডেভেলপার প্রতিষ্ঠান জানিয়েছে, এ ভবনের শক্তির ৭৫ শতাংশের উৎস হবে হাইড্রোজেন। বাকি ২৫ শতাংশ হবে সৌর বিদ্যুৎনির্ভর। এছাড়া পানির পুনর্ব্যবহারসহ একাধিক উদ্যোগের মাধ্যমে এখানে কার্বন ফুটপ্রিন্ট কমবে ৫৮ শতাংশ। পানির চাহিদা কমানোয় এ প্রকল্প আলাদা গুরুত্ব পাচ্ছে। কেননা মিসরের পানি উৎস ক্রমেই ফুরিয়ে আসায় দেশটিতে বেশ উদ্বেগের মাঝে রয়েছে। এ ভবন ঘিরে ম্যাগনমের নিট-নেগেটিভ কার্বন ভিশনও রয়েছে। এর লক্ষ্য হলো নিঃসরণের চেয়েও পরিবেশ থেকে বেশি পরিমাণ কার্বন সরিয়ে নেয়া। সব মিলিয়ে প্রকল্পটি ইন্টারন্যাশনাল লিভিং ফিউচার ইনস্টিটিউট থেকে বিশ্বের প্রথম স্কাইস্ক্যাপার হিসেবে জিরো কার্বন সার্টিফিকেট নিবন্ধনকারী হওয়ার লক্ষ্য রাখে। নিট-জিরো আর্কিটেকচার প্রকল্পের অংশ হিসেবে ভবনটি নিঃসরণ কমানোর জন্য পুনর্নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে হাইড্রোজেন ব্যবহার করবে। বিদ্যুতের উৎস হিসেবে এ টাওয়ারে লিকুইড অর্গানিক হাইড্রোজেন ক্যারিয়ার (এলওএইচসি) প্রযুক্তি ব্যবহারের জন্য এরই মধ্যে একাধিক কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। খবর ও ছবি সিএনএন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫