গণহত্যায় সহায়তাকারীদের শাস্তি দাবি বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের

প্রকাশ: সেপ্টেম্বর ০৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

গণহত্যায় সহায়তাকারী ও লুটেরাদের শাস্তির দাবি জানিয়েছে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ৩০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পক্ষে মানববন্ধনে সরকারের প্রতি ১৩ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— গণহত্যাকারী ও তাদের সহযোগীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা, গুম-খুনের শ্বেতপত্র প্রকাশ, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ফ্যাসিস্ট শক্তির দালালদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ করা এবং সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

মানববন্ধনে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের কামাল মিনা, আহমেদ শুভ, পারভেজ রানা, শারমিন জুঁইসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫