কুড়িগ্রামে নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: সেপ্টেম্বর ০৭, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সোনাহাট সেতুর নিচে এ ঘটনা ঘটে। এ সময় আরো এক শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, সকাল ১১টার দিকে ভুরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৩) ও ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ আল করিমের ছেলে জাহিন (১৩) নদ পাড়ে ফুটবল খেলতে যায়। খেলার সময় বলটি নদে পড়ে গেলে দুজনই সেটি তুলতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যায়।

স্থানীয়রা জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও সিয়ামকে খুঁজে পায়নি। পরে ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫