ফেনীতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

প্রকাশ: সেপ্টেম্বর ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। বন্যায় মৃতদের পরিবারকে সহায়তা দেয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যার পানিতে জেলায় ২৯ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ফুলগাজীতে জন, ফেনী সদরে জন, সোনাগাজীতে জন, ছাগলনাইয়ায় জন, দাগনভূঞায় জন পরশুরামে জন মারা গেছেন। এর মধ্যে ১৭ জন পুরুষ, ১০ জন নারী জন শিশু রয়েছে।

 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, সাধারণত মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এরইমধ্যে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আটটি এখনো শনাক্ত করা হয়নি।

 

বন্যায় নিহতদেরর পরিবারকে সহায়তা দেয়ার জন্য স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার।

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫