রাওয়ালপিন্ডি টেস্ট

মিরাজ-তাসকিনের যুগলবন্দিতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান

প্রকাশ: সেপ্টেম্বর ০১, ২০২৪

ক্রীড়া ডেস্ক

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন কোনো খেলাই হয়নি। গতকাল দ্বিতীয় দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এদিন প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট শিকার করে দলের পক্ষে অগ্রণী ভূমিকা রাখেন। পেসম্যান তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশ বিনা উইকেটে ১০ রান তোলার পর দিনের খেলার সমাপ্তি ঘটে। 

গতকাল সকালে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন চোটগ্রস্ত শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফেরা অভিজ্ঞ তাসকিন আহমেদ। অধিনায়ক শান মাসুদ (৫৭) ও সাইম আইয়ুবের (৫৮) ব্যাটে এ ধাক্কা ভালোভাবেই সামাল দেয় স্বাগতিকরা। দুজন বোর্ডে ১০৭ রান যোগ করে অতিথি দলের চিন্তার কারণ হয়ে দাঁড়ান। যদিও মধ্যাহ্নভোজের পর দলীয় ১২২ রানের মধ্যে এ দুজনকেই সাজঘরে ফেরান মিরাজ। এরপর তাসকিনের গোলায় বোল্ড হয়ে যান প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান সৌদ শাকিল (১৫১/৪)। 

বিপদের সময় পাকিস্তানকে টানছিলেন বাবর আজম ও আগা সালমান। তখন বাবরকে ফেরান সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়কের আর্ম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৭৭ বলে ৩১ রান করেন বাবর। ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে চা-বিরতিতে যায় পাকিস্তান।

দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ৮৪ রান দিয়ে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ২৫ ওভারে তারা নিতে পেরেছে মাত্র ১ উইকেট, খরচ হয় ৯৯ রান। তাই দ্বিতীয় সেশনটি বেশ সফলই বলা যায়। 

তৃতীয় সেশনটি আরো ভালো কাটল সফরকারীদের। এ সময় খুররম শাহজাদ, মোহাম্মদ আলী ও আবরার আহমেদকে সাজঘরে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন মিরাজ। ২২.১ ওভার বোলিং করে ৬১ রানে ৫ উইকেট নেন তিনি। ৪৫ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে দশমবার 

ইনিংসে ৫ উইকেট নিলেন মিরাজ। মোহাম্মদ রফিকের পর এই প্রথম পাকিস্তানের মাঠে ৫ উইকেট শিকার করলেন বাংলাদেশের কোনো বোলার। রফিক ২০০৩ সালের সফরে পেশোয়ার ও মুলতানে দুবার ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান। 

তাসকিন ১৭ ওভারে ৫৭ রান দিয়ে নেন ৩ উইকেট। সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেন স্পিনার সাকিব। তিনি ১৭ ওভারে ৩৪ রান খরচ করে ১ উইকেট নেন।

মধ্যাহ্নভোজের পর মিরাজের বোলিংই দিনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ওই সময়টায় অন্য প্রান্তে পেস বোলার নাহিদ রানাও দুর্দান্ত বোলিং করেছেন। সুরটা তুলে দেন ১৪ মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন এবং পুরো দিন তিনি পেস ব্রিগেডের নেতা হিসেবে দারুণ বোলিং করেছেন। 

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। এটাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এবার সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় টেস্টে ন্যূনতম ড্র করলেই ইতিহাস গড়বে নাজমুল হোসেন শান্তর দল।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪/১০ (আইয়ুব ৫৮, মাসুদ ৫৭, সালমান ৫৪; মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭, সাকিব ১/৩৪, রানা ১/৫৮)। বাংলাদেশ প্রথম ইনিংস: ১০/০ (সাদমান ৬*, জাকির ০*)—দ্বিতীয় দিন শেষে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫